নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালন করছে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা।
রথযাত্রা উপলক্ষ্যে শনিবার সকাল থেকে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এই উপলক্ষে চলছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ,আলোচনা সভা,পদাবলী কীর্তন,আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন ।
রথযাত্রা উপলক্ষে বিকালে বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি ।
এসময় জেলা প্রশাসক মো.আসলাম হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ,সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক ও পাবত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস ও রথযাত্রা উদযাপন পরিষদ কমিটির সভাপতি কানু দাশ,সাধারন সম্পাদক জনী সুশীল সহ সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্ধরা উপস্থিত ছিলেন।
এর পরপর রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে শত শত সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ রথ টেনে শ্রী শ্রী রক্ষাকালি মন্দির বালাঘাটায় নিয়ে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে বান্দরবান রথযাত্রা উদযাপন পরিষদ এর সাধারন সম্পাদক জনি সুশীল বলেন, রথযাত্রা উপলক্ষ্যে বান্দরবানের মানুষের মধ্যে আনন্দের বন্য বয়ছে। রথ টানা উপলক্ষ্যে হাজার হাজার ভক্তের আগমন ঘটছে কেন্দ্রীয় মন্দিরে এবং আগামী দশদিন পর আবার ফিরতি রথের উৎসব আয়োজন করবো এতে ও আমরা সকলের অংশগ্রহণ চাই।