॥ স্টাফ রিপোর্টার ॥
অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম জেলা প্রশাসক এইচ টি ইমামের স্মরণে এইচটি ইমাম সড়কের নাম ফলকে পুস্পস্তবর্ক অর্পন করেছেন রাঙ্গামাটি বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ পরিষদের নেতৃবৃন্দ। শনিবার সকালে রাঙামাটি ডিসি বাংলো এলাকায় স্থাপিত নাম ফলকে এই পুস্পস্তবর্ক অর্পণ করা হয়।
এ সময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সুনীল কান্তি দে, ১৯৭১ সালের অভিভক্ত পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ আবুল কাশেম, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা সমীর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ কামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দরা ১ মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করেন এবং অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম জেলা প্রশাসক এইচ টি ইমারে স্মৃতি চারণ করে বক্তারা বক্তব্য রাখেন।