আজিজ নগরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

709

॥ লামা প্রতিনিধি ॥

বান্দরবান জেলার লামা উপজেলার শিল্পনগরী আজিজনগর ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং।

যুবদল সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সভায় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ওসমান গণি, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, সহ-সভাপতি আব্দুল মাবুদ, জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আবিদুর রহমান আবিদ বিশেষ অতিথি ছিলেন।

সভায় বক্তরা দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কথা তুলে ধরেন এবং আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং কে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্ববান জানান। শেষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ ফরম পূরন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।