আজ থেকে রাঙামাটি জেলায় কুকুরকে জলাতঙ্ক টিকা প্রদান শুরু হচ্ছে

398

॥ স্টাফ রিপোর্টার ॥
জলাতঙ্ক রোগের বিস্তার রোধে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে রাঙামাটি জেলায় কুকুরকে টিকা প্রদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী চারদিন এই কার্যক্রম চলবে। জলাতঙ্ক টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নে জেলার ১০টি উপজেলা ও ২টি পৌরসভায় একযোগে এই কার্যক্রম শুরু হচ্ছে। একযোগে জেলার সকল ইউনিয়নে ও পৌর এলাকায় জলাতঙ্ক নিরোধে গ্রামে গ্রামে কুকুর ধরে আধুনিক পদ্ধতিতে টিকা দেয়া হবে।

কর্মসূচির আওতায় বেওয়ারিশ কুকুর এবং মালিকানাধীন সকল কুকুরকেই টিকা প্রদান করা হবে। রাঙামাটি জেলায় এই কর্মসূচি বাস্তবায়নে রাঙামাটি পৌরসভাসহ সদর উপজেলায় কাজ করবে ১২টি টিম, প্রতি টিমে পাঁচজন করে মোট ৬০ কর্মী এই কর্মসূচি বাস্তবায়ন করবে। ৫ জনের মধ্যে একজন কুকুর ধরার বিশেষজ্ঞ এবং একজন করে প্রাণীকে টিকা প্রদানে প্রশিক্ষিত কর্মী থাকবে।

এ লক্ষ্যে সোমবার সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এক অবহিতকরণ সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ বিপাস খীসা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ওসি তদন্ত নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার ও দুর্গেশ্বর চাকমা এবং পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমাসহ ইউপি চেয়ারম্যান বৃন্দ।

সভায় জানানো হয়, এই কার্যক্রম আগামী ৩ বছর অব্যাহত থাকবে। ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়ন করা হবে।