কাউখালীতে যুবলীগ নেতা বাছিরের মৃত্যু বার্ষিকী ঘিরে আলোচনা সভা

323

॥ মোঃ ওমর ফারুক ॥
কাউখালী উপজেলা ৩নং ঘাগড়া ইউনিয়ন যুবলীগ নেতা বাছির উদ্দিনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা বুধবার বিকাল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আওয়ামী যুবলীগ ৩নং ঘাগড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান ও আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি অংসুই প্রু চৌধুরী।

প্রধান অতিথি চেয়ারম্যান সভাপতি অংসুই প্রু চৌধুরী তার বক্তব্যে বলেন যুবলীগ নেতা বাছিরকে বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই রক্তের হলিখেলা বিএনপি জামায়াতের জন্মগত স্বভাব। বাছির হত্যার বিচার কোন শক্তিই রুখতে পারবেনা। যেখানেই থাকুক এই বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।

তিনি আরও বলেন  ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর চক্রান্তকারীরা ভেবেছিল তাঁর আদর্শ মুছে ফেলা যাবে। তাই তারা বঙ্গবন্ধুর আদর্শের কান্ডারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাবন্ধী অবস্থায় নির্মমভাবে হত্যা করে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে। এরকম হাজারো নেতাকর্মীকে হত্যা করলেও যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শ চির অম্লান থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী, আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, আওয়ামী লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন।

আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, যুবলীগ উপজেলা শাখার সভাপতি খ্যিয়াং চৌধুরী, মহিলা আওয়ামী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেম্বার শাহানাজ আক্তার, স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাঈনুদ্দিন, আওয়ামীলীগ ৩নং ঘাগড়া ইউনিয়ন শাখার সভাপতি কাজি মোঃ সিরাজউদ্দিন কাউছার,  যুবলীগ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন ফারুক, মেম্বার মোঃ শরীফ উদ্দিন,মোঃ ঈমাম উদ্দিন সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে মরহুম বাছিরের জন্য এবং দেশ জাতির কল্যানে দোয়্ াকরা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ হাসান মাহমুদ ও মাওলানা মোঃ সাইফুল ইসলাম। এ সময় মরহুম বাছির উদ্দিনের পিতা,মাতা,স্ত্রী চেরে মেয়ে আলোচনা সভায় উপস্তিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০১৮খ্রিঃ ৩০ ডিসেম্বর একাদশ জাতিয় সংসদ নির্বাচন কালিন সকাল সাড়ে সাতটার সময় উপজেলার রাঙীপাড়া- কাশখালী সড়কে বিএনপি জামাত জোটের আক্রমনে যুবলীগ ৩নং ঘাগড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ বাছির উদ্দিন নিহত হন বলে আলোচনা সভায় বক্তারা জানান।