আরাকান আর্মির নেতা ও আটক দুই কেয়ারটেকার ফের কারাগারে

555

arist_

স্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : রাঙামাটির রাজস্থলীতে আটক আরাকান আর্মির নেতা ডাঃ রেনিন সুয়ে ও অংনু ইয়ান রাখাইনসহ আটক দুই কেয়ারটেকারকে আবারো জেলে পাঠিয়েছেন রাঙামাটির আদালত। বুধবার রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরাকান আর্মির আসামিদের হাজির করা হলে আদালতে দুই কেয়ারটেকারের জামিন আবেদন করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকন উদ্দিন কবিরের আদালত, দুই কেয়ারটেকারের জামিন আবেদন নাকচ করে চার আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়ে আগামী ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২৬ আগস্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাসবহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকন আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়ির কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথ বাহিনী আটক করে। ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয় পালিয়ে থাকা আরাকান আর্মি নেতা ডাঃ রেনিন সুয়ে কে। আটক চারজনের বিরুদ্ধে অনুপ্রবেশ, বিদেশি মুদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রাজস্থলী থানা পুলিশ।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান