আসন্ন পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী

387

॥ ইকবাল হোসেন ॥
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে আগামী ১৩ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আসন্ন নির্বাচনে রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম ১নং ওয়ার্ডের কাউন্সিলর হতে আগ্রহীরা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে জনসমর্থন আদায়ের লক্ষ্যে নিরবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা হলেন- বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দীন, ক্রীড়া সংগঠক রমজান আলী, ব্যবসায়ী নেতা আব্দুল শুক্কুর ও ছাত্রলীগ নেতা মিজান চৌধুরী অভি।

মো. হেলাল উদ্দীনঃ
রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের দ্বিতীয়বার নির্বাচিত কাউন্সিলর মো. হেলাল উদ্দীনের সাথে আসন্ন নির্বাচন বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন- জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডের জনসাধারণের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি পূর্বে ও বর্তমানে যেভাবে ১নং ওয়ার্ডে মাদক নির্মূল করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শতভাগ লাইটিং, বিধবা, বৃদ্ধ ও শিশুভাতা যেভাবে যারা এর যোগ্য দাবীদার তাদের দিয়ে হাতে পৌঁছে দিচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি চলমান কার্যক্রম অব্যহত রাখব এবং চলমান উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।

মো. হেলাল উদ্দীন বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তিনি নিউ রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও শুটকিপট্টি ফোরকানিয়া মাদ্রাসা ও একাদত খানা পরিচালনা কমিটির সভাপতি, ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সামাজিক সংগঠন লাইফ লাইনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। এখানে উল্লেখ্য যে, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

রমজান আলীঃ
আসন্ন নির্বাচনে সম্ভাব্য আরেক কাউন্সিলর প্রার্থী রমজান আলীর সাথে এবিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি জনগণের সেবা করার লক্ষ্যে গত নির্বাচনে অংশ নিয়েছিলাম সামান্য ভোটের ব্যবধানে আমি বিজয়ী হতে পারিনি। আসন্ন নির্বাচনেও আমি অংশ নিব, আর ১নং ওয়ার্ডের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি- যুবসমাজকে রক্ষা করাতে অত্র ওয়ার্ড থেকে মাদক নির্মূল করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

১নং ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো, সরকারিভাবে আসা সকল সুযোগ-সবিধা নিশ্চিত করার পাশাপাশি বরাদ্দ বৃদ্ধি করা এবং তা সঠিকভাবে যোগ্য ব্যক্তির হাতে পৌছেঁ দিব। শিক্ষা ক্ষেত্রে ১নং ওয়ার্ড অনেকটা পিছিয়ে আছে তাই আমার ওয়ার্ডের বৃহৎ জনগোষ্ঠি যারা বিশেষ করে নদীর এপারে বসবাস করে (গ্রীতাশ্রম কলোনী, মহসীন কলোনী, শুটকিপাড়া, ঝুলুইক্কা পাহাড়, চেঙ্গীমুখ, চম্পানির মায়ের পাহাড়) শিক্ষার্থীদের একটি মাত্র বিদ্যালয়ে “নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়” এ শিক্ষা গ্রহণ করতে আসতে হয় যার ফলে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের অধিক চাপ পড়ছে। আমি কাউন্সিলর নির্বাচিত হলে এই শিক্ষর্থীদের জন্য সুবিধামত স্থানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করবো। তিনি আরো বলেন আমার ওয়ার্ডের বেশিরভাগ মানুষ যেহেতু শ্রমিক শ্রেণির তাই সামাজিকভাবে সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে এই জনগোষ্ঠির জীবনমান উন্নত করার ব্যবস্থা করবো। আমি যেহেতু খেলাধুলার সাথে জড়িত আছি তাই খেলাধুলার উন্নয়নে যা যা করা প্রয়োজন তা আমি করবো।

রমজান আলী স্কুলে থাকাকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্তহন এরপর আঞ্চলিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি তিনি ১৯৮৬ সাল থেকে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য হিসেবে আছেন। এরপাশাপাশি তিনি জেলা ক্রীড়া সংস্থার ৪র্থ বারের মতো নির্বাচিত কার্যকরী পরিসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রভাতী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক, নির্ঝর সংঘের সাবেক সভাপতি, নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য। এছাড়াও তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে জড়িত আছেন।

মো. আব্দুল শুক্কুরঃ
ব্যবসায়ী নেতা আব্দুল শুক্কুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি আসন্ন পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করবো। জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমার প্রথম মিশন হবে ১নং ওয়ার্ড থেকে মাদক নির্মূল করা, ১নং ওয়ার্ডের বেকারত্ব দূরীকরণে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এবং সরকারি সাহায্য সহযোগিতা সঠিকভাবে বন্টনের ব্যবস্থা করবো।

আব্দুল শুক্কুর নিউ রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ সাবেক সাধারণ সম্পাদক, হিলফুল ফুজুল তরুণ সংঘ রিজার্ভ বাজার’র প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও তিনি সামাজিক কর্মকান্ডে জড়িত আছেন।

মিজান চৌধুরী অভিঃ
এবিষয়ে ছাত্রলীগ নেতা মিজান চৌধুরী অভি’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমি নির্বাচন করতে আগ্রহী।  ইনশাআল্লাহ জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমার প্রথম ইচ্ছা হলো কাগজে কলমে জনগণের বন্ধু না হয়ে তাদের বাস্তবিক বন্ধু হওয়া। কাউন্সিলর পদটি যে সত্যিকার অর্থে জনগনের সেবক এই সত্যটি আমি ১ নং ওয়ার্ডবাসীকে বোঝাতে চাই। জনগণের সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই।

ওয়ার্ডবাসীর অভিযোগ অভিমানের কথা শুনতে চাই। ভয়-ভীতি কিংবা গালি-গালাজ  দিয়ে নয়, তাদের প্রত্যেকটি সমস্যার গভীরে গিয়ে তার সমাধান করতে চাই।
আমি কাউন্সিলর নির্বাচিত হলে আমি যে, একেবারে ওয়ার্ডবাসীর ভাগ্য পরিবর্তন করে দিব। সেরকম অলিক কোন অঙ্গীকার আমি দিব না। তবে আমি সরকার কর্তৃক প্রদত্ত সকল সাহায্য সহযোগীতার সঠিক বন্টন নিশ্চিত করে গরিব দুঃখী জনগণের পাশে থাকবো। আর মহান আল্লাহ রাব্বুল আল-আমীন যদি আমাকে তৌফিক দেন তাহলে জনসাধারণকে ব্যক্তিগতভাবেও সর্বোচ্চ সাহায্য-সহযোগিতা করবো।

ছাত্রলীগ নেতা মিজান চৌধুরী অভি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি হিলফুল ফুজুল তরুণ সংঘ রিজার্ভ বাজার’র সাবেক সহ-সভাপতি, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ও আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সদস্য। এছাড়াও তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে জড়িত আছেন।