ইসলামী ব্যাংক পাবনা অঞ্চলের গ্রাহক সমাবেশ

388

স্টাফ রিপোর্ট- ২৬ জুলাই ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি):  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাবনা শাখার আয়োজনে এ অঞ্চলের গ্রাহক সমাবেশ ২৪ জুলাই ২০১৭, সোমবার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনপ্রধান মোঃ কাওছার-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, ট্রাক, ট্যাংক-লরি ও পিকআপ ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের উত্তরবঙ্গের সভাপতি শামসুর রহমান মানিক, সেভেন স্টার ফিস প্রসেসিং কো. লি. এর চেয়ারম্যান আলহাজ এমদাদ হোসেন, শফিক গ্রুপের চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম প্রমুখ।

মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকের প্রতি মানুষের সমর্থনই এ ব্যাংকের বড় শক্তি। জনগণের আস্থা, গ্রাহকদের সহযোগিতা ও কর্মকর্তা-কর্মচারীদের মানসম্মত সেবার মাধ্যমেই ইসলামী ব্যাংক আজকের এ পর্যায়ে এসেছে।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।