রাঙামাটি শহরে ক্রেতা সেজে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়িকে হাতেনাতে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার সন্ধ্যারাতে শহরের বনরূপা কাটা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ি আবুল হাশেমকে ১০০পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন থানার এসআই সৌরজিৎ বড়–য়া ও তার সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদের নির্দেশনায়, ছদ্মবেশে যোগাযোগ করে পুলিশ জানতে পারে যে, আবুল হাশেম ইয়াবা নিয়ে বনরূপা কাটা পাহাড় এলাকায় অবস্থান করছে।
এসময় এসআই সৌরজিৎ বড়–য়ার নেতৃত্বে এএসআই আসাদ, এএসআই রিপন, কনস্টেবল বাপ্পীসহ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেটের একটি নীল প্যাকেটসহ আবুল হাশেমকে হাতেনাতে আটক করে। পরে তার কাছ থেকে প্রাপ্ত ইয়াবার প্যাকেটটি খুললে ভেতর থেকে ১০০পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানিয়েছেন, আটককৃত মাদক ব্যবসায়ি আবুল হাশেম কিছুদিন আগেও এককেজি গাজা নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলো।
কিন্তু জামিনে ছাড়া পেয়ে সে আবারো মাদকে ব্যবসায় জড়িয়ে পড়ে। তার মাধ্যমেই বর্তমানে শহরে ফেন্সিডিল, গাজা ও ইয়াবা ট্যাবলেটের চালানগুলো খুচরা ব্যবসায়িদের হাতে পৌছাচ্ছে।
এই ধরনের গোপন সংবাদ প্রাপ্তির পর আমি ছদ্মবেশে তাকের ধরার ফাঁদ পেতে দুইদিনের চেষ্ঠায় ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত মাদক ব্যবসায়ি হাশেমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।