মগবান ও সাপছড়ি ইউনিয়নে দুঃস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ

419

॥  দীপ্ত হান্নান ॥

রাঙামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়নের ২০০জন এবং ৩নং সাপছড়ি ইউনিয়নের ১৬৬ জন দুস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০কেজি করে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে স্ব-স্ব ইউনিয়ন কার্যালয়ে মোট ১০ মেঃ টন ৯শত ৮০ কেজি চাল বিতরণ করা হয়।

উভয় ইউনিয়নে দুস্থ নারীদের মাঝে ভিজিডি চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমাসহ মগবান ও সাপছড়ি ইউপি সদস্যগণ।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা জানান, দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকতে পারে এজন্য এই ভিজিডি চাল বিতরণ।

মগবান ও সাপছড়ি  ইউনিয়নের পক্ষে দু:স্থ নারীদের মধ্যে ভিজিডি’র অধীনে ১০ মেট্রিক টন ৯৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে দুই বছর মেয়াদি এ প্রকল্প চলতি বছরের জানুয়ারী মাস থেকে শুরু হয়েছে।