উচ্চ পদস্থদের নিয়ে রাঙামাটি জেলা পুলিশের ইফতার মাহফিল

30
উচ্চ পদস্থদের নিয়ে রাঙামাটি জেলা পুলিশের ইফতার মাহফিল

\ স্টাফ রিপোর্টার \
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে রাঙামাটি জেলার উচ্চ পদস্থ দায়িত্বশীল ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ মার্চ) পলওয়েল পার্ক মাল্টিপারপাস শেডে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙামাটি জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম, সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, পিএসসি, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত করা হয়।