কক্সবাজারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

322

॥ স্টাফ রিপোর্টার ॥
কক্সবাজারে সময় টিভির প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতারা বলেন, বিগত সময়ে সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে দেশে সাংবাদিক নির্যাতন বাড়ছে। মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে প্রেরণ করা হচ্ছে। খর্ব করা হচ্ছে বাক স্বাধীনতা।

সাংবাদিক নির্যাতনের ঘটনা দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অভিযোগ করে সাংবাদিক নেতারা অবিলম্বে সুজাউদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবির পাশাপাশি দেশের আনাচে কানাচে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানান।

প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক নেতা নন্দন দেবনাথ, শান্তিময় চাকমা, জিয়াউল হক জিয়াসহ অন্যান্যরা।