কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

429
|| কাপ্তাই প্রতিনিধি ||
কাপ্তাইয়ের শীলছড়ির সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নেমে শুক্রবার (২৮ মে) বিকাল ৪.৩০ মিনিটে ১ পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যাক্তির নাম :- তন্ময় দাশ (১৯)। সে চট্টগ্রাম জেলার টাইগার পাস এলাকার বাসিন্দা সুবল দাশের পুত্র। তন্ময় চট্টগ্রাম সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।
নিখোঁজের মাসিতো ভাই কৃষ্ণ নাথ জানায়, চট্টগ্রাম থেকে তন্ময়সহ তারা মোট ৯ জন কর্ণফুলী নদীর ধারে অবস্থিত সীতার ঘাট মন্দিরে ঘুরতে আসে। তারা মন্দির দর্শনের পর বিকাল ৪.৩০ মিনিটে পাশ্ববর্তী ঘাটে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে চোখের পলকে হঠাৎ কর্ণফুলী নদীতে নিখোঁজ হয়ে যায় তন্ময়। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সরকারের জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল দেয়। পরে বিষয়টি কাপ্তাই ফায়ার সার্ভিসকে অবগত করলে তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই ফায়ার সার্ভিস এর লিডার ধীমান বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা। তারা এসে নিখোঁজ হওয়া তন্ময়কে খোঁজাখুজি শুরু করে এবং রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরীদের খবর দেয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, ওসি (তদন্ত) আকতার হোসেন সহ, চন্দ্রঘোনা থানার টীম, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটির টীমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে সন্ধ্যা ৭.১৫ মিনিটে ৩ জন ডুবুরী কর্ণফুলী নদীতে নিখোঁজ তন্ময়ের খোঁজে অভিযানে নেমেছে এবং উদ্বার অভিযান চলমান রয়েছে।