কাউখালীতে সেবা সপ্তাহের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

504

p-8
॥ কাউখালী প্রতিনিধি ॥

‘সেবার মান বৃদ্ধি করি সভার প্রত্যাশা পুরণ করি’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১২-১৭ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের উদ্যোগে মঙলবার এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা এমওসিসি ডাঃ বেবী ত্রিপুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং)। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সৈয়দ কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা, সাংবাদিক মোঃ ওমর ফারুক ও সুর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার বাবুল দেওয়ানজি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভাঃ) বিধুরঞ্জন চাকমা। অনুষ্ঠান সঞ্চালানায় ছিলেন পাইচানু মারমা ও মাওচিং মারমা।