কাউখালী উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

34

।। গোলাম মোস্তফা ।।

রাঙামাটি জেলার কাউখালীতে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সকালে উপজেলা অডিটরিয়ামের হল রুলে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

বর্ধিত সভায় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ (মামুন)।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল , জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল বাসেত অপু , এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মনসুর , জেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক অর্জুন মনি চাকমা, কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তারা মিয়া,উপজেলা মহিলা বিএনপির সভাপতি বন্যা চাকমাসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী।

বর্ধিত সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শেখ হাসিনা ১৭ বছরে দেশকে পঙ্গু করে ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। এই লক্ষ্যে তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছেন। এই ৩১দফা জনসাধারণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। কেউ যাতে দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাই সোচ্চার থাকতে হবে। কেউ দলীয় শৃঙ্খলা অমান্য করে কোন অপরাধে জড়িত হলে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে বলে সবাইকে সতর্ক করেন।

বক্তারা আরো বলেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তাই নেতাকর্মীদের জনগণের বিপদে আপদে পাশে দাড়ানোর আহবান জানান। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করতে হবে। যাতে তারা দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারে। উপজেলা বিএনপির অন্তকোন্দল ও দলীয় ভেদাভেদ ভুলে অন্যায় ও জুলুমকে রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সদা প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা।