কাপ্তাই প্রতিনিধি- ২০ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি: কাপ্তাইয়ে সম্প্রতি ভয়াবহ দূর্যোগে পাহাড় ধ্বসে ও গাছ পরে বিভিন্ন স্থানে নিহত হয়েছেন ১৮ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত পরিবার। গতকাল জেলা পরিষদের পক্ষ হতে প্রত্যেক নিহত পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য বাবু থোয়াইচিং মং মারমা উপস্থিত থেকে কাপ্তাই, চন্দ্রঘোনা, ওয়াগ্গা, চিৎমরম ও রাইখালী ইউপি কার্যালয়ে ১৮ জন নিহত পরিবারের মাঝে সর্বমোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন, সাবেক ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংলাচিং মারমা, কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু সাগর চক্রবর্ত্তী, কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল প্রমূখ।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান ।