বাংলাদেশের প্রাণী সম্পদকে রক্ষা করতে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সকল শ্রেণীর জনগণকে নিজ নিজ অবস্থান থেকে প্রাণী সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে। দেশের প্রাণী সম্পদ সঠিকভাবে রক্ষা করা না গেলে পরিবেশ হুমকির মুখে পড়বে। এই মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
মঙ্গলবার তিনি কাপ্তাই উপজেলার রাইখালী প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
উপজেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র (ইউ,এল,ডি,সি) স্থাপন প্রকল্প (৩য় পর্যায়) এর আওয়াতায় কাপ্তাই উপজেলায় ইউএলডিসি কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি এ সময় প্রান্তিক খামারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের উপ-পরিচালক এ,এইচ,এম মনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, জেলা পরিষদ সদস্য রেমলিয়ান পাংখোয়া ও থোয়াই চিং মারমা এবং কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী প্রমূখ।