॥ কাপ্তাই প্রতিনিধি॥
কাপ্তাই ইউনিয়নের শিল্প এলাকাস্থ বিএফআইডিসি’র এলপিসি শাখায় চুরি করতে গিয়ে মো. জাহিদ (২৬) নামের এক যুবক আটক হয়েছে। আটক জাহিদ কাপ্তাইয়ের নতুন বাজারস্থ কেপিএম টিলা এলাকার মো. ওমর ফারুকের ২য় পুত্র বলে জানায় পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় কাপ্তাইয়ের শিল্প এলাকার বিএফআইডিসি’র এলপিসি শাখার স্টোর রুমে চুরির উদ্দেশ্যে টিন কেটে প্রবেশ করার সময় কর্তব্যরত নিরপত্তা প্রহরীগণ ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে বেলা ১১ টার সময় আটক যুবককে কাপ্তাই থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন।