কাপ্তাই হ্রদে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু

404

॥ শহিদুল ইসলাম হৃদয় ॥
কাপ্তাই লেকে আব্দুল লতিফ (৫৫) নামক নিখোঁজ হওয়া বৃদ্ধের লাশ ৩৯ ঘন্টা পর হ্রদের কাইন্দার মুখ নামক এলাকায় ভেসে উঠেছে বলে জানিয়েছে স্থানীয়রা। শনিবার সকাল ৫ টা ৩০ মিনিটে বৃদ্ধের মরদেহ হ্রদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে শহীদ আব্দুল আলী একাডেমী এলাকাস্থ ঘাটে তার মরদেহটি নিয়ে আসে।

এদিকে গত দুদিন যাবত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালালেও বৃদ্ধের কোনো হদিস পাওয়া যায়নি। এসময় ফায়ার সার্ভিসের ডুবুরি টিমও উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলের সঠিক তথ্য না পাওয়ায় বৃদ্ধকে খুজঁতে ব্যর্থ হয়েছিলো ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ৩টায় প্রবল হাওয়ার কবলে পড়ে কাইন্দারমুখ নামক এলাকায় নৌকা ডুবে বৃদ্ধটি নিখোঁজ হয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।