কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হবে ১৭ আগস্ট মধ্যরাত থেকে

205

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি কাপ্তাই হ্রদে প্রায় সাড়ে ৩ মাস মাছ আহরণ বন্ধ থাকার পর অবশেষে আগামী ১৭আগস্ট মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ আহরণ। বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, বিএফডিসি ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়–য়া, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আবু সৈয়দ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন সহ মৎস বিভাগ, মৎস্য ব্যবসায়ী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী ১৭ আগস্ট রাত ১২টা থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রসঙ্গত দেশে মিঠা পানির মাছের অন্যতম উৎস কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রজননের স্বার্থে প্রতি বছর তিন মাসের জন্য মাছ আহরণ ও বাজারজাত করণ বন্ধ থাকে। বৃষ্টিপাতের পর সাধারণত হ্রদে পানির স্তর ১০০ এমএসএল হলে মাছ আহরণের জন্য জলাধার উন্মুক্ত করা হয়। কিন্তু এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় পানির স্তর কাক্সক্ষীত পর্যায়ে না পৌঁছলেও এবারই প্রথমবারের মতো ৯৬ এমএসএলে মাছ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।