॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির ২নং বাটনাতলী ইউনিয়নে ছদুরখীল তিন গড়িয়া পাড়ার আথুই মারমা (৩৩) নামের এক গৃহবধূ গভীর রাতে বিষাক্ত কাল সাপের দংশনে মৃত্যুবরণ করেছে। রোববার (৪ জুন) গভীর রাতে এ দূর্ঘটনাটি ঘটে।
১ছেলে ২মেয়ের জননী নিহতের স্বামী চা দোকানদার বাবু ক্যজই মারমা জানান, প্রচন্ড গরমে মাটির ফ্লোরে পাটি বিছিয়ে ঘুমানোর সময় হঠাৎ আগে থেকেই ঘরের ভেতরে থাকা সাপটি তার স্ত্রীর ডান কানে কামড় দেয়, ফলে প্রচন্ড ব্যাথা অবস্থায় রাত গভীর ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় হাসপাতালে নেয়ার আগেই রাত আনুমানিক ৪.১০মিনিটে তার মৃত্যু হয়।































