চুক্তির বর্ষপূর্তি ঘিরে জুরাছড়ি জোনের নৌকা বাইচ প্রতিযোগীতা

590

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে সোমবার জুরাছড়ি জোনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান পিএসসি।

বক্তব্য প্রদানকালে ব্রিগেডিয়ার জেনারেল আশাবাদ ব্যক্ত রেখে বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যেদিয়ে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। কিছু স্বার্থনেষী মহল জনগণকে বিভ্রান্ত করে। পাহাড়ে এখনো অবৈধ অস্ত্রের মহড়া, হত্যা, অপহরণ চাদাঁবাসী বন্ধ হয় নাই। কিছু স্বার্থন্বেষী মহল সাধরণ জনগণকে বিভ্রান্ত করে, তাদের কোন ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভূখন্ড রক্ষার্থে সবসমসয় প্রস্তুত রয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান পিএসসি।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের নিরাপত্তার লক্ষ্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে কাজ করে। আমরা একই দেশের নাগরিক,পাহাড়ী বাঙালী ভ্রাতৃত্ববোধ আবদ্ধ নিয়ে আমাদের বসবাস করতে হবে। বর্তমানে বিশে^ যে মহামারি করোনা ভাইরাস রয়েছে তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহব্বান করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের বিদায়ী এবং নবাগত জোন কমান্ডার লেঃকর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসি,লেঃকর্ণেল মুহাম্মদ আখতারুজ্জামান ফয়সাল পিএসসি, রাঙামাটি ব্রিগেডের জিটুআই, উপজেলা চেয়ারম্যান সুরেশ কমুার চাকমা সহ সেনাবাহিনীর অফিসারগণ  এবং জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা স্থানীয় সাংবাদিক বৃন্দ। পরে নৌকাবাইচে অংশগ্রহণকারী প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।