স্টাফ রিপোর্টার- ১৮ নভেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি: আজ সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউন্সে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ‘বাংলাদেশের দরিদ্র রোগিদের অধিকার প্রতিষ্ঠা ও চিকিৎসার্থে আর্থিক সহায়তা’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. রফিকুল ইসলাম লিটুর সঞ্চালনা ও প্রফেসর ডা. কাজী শহীদুল আলমের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন- প্রফেনর এ বি এম আব্দুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ পাঠ করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর সদস্য সচিব ড. ইফতেখারুজ্জামান। প্রধান অতিথি প্রফেনর এ বি এম আব্দুল্লাহ বলেন, দেশের অভ্যন্তরেই আন্তরজাতিক মানের চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি দরিদ্র জনগোষ্ঠির চিকিৎসা সেবা প্রদানে ডাক্তারদের আরো আন্তরিক হবার অনুরোধ জানান।
-ঢাকা ব্যুরো অফিস