॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা, ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জম্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার। বর্তমানে সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জম্ম নিবন্ধন। তাই একটি শিশু জম্ম নেওয়ার পর ৪৫ দিনের মধ্যে জম্ম নিবন্ধন করে দিলে বিনা খরচে করা যায়। তাই জম্ম নিবন্ধন না থাকলে মৃত্যু নিবন্ধন পাওয়া যাবেনা। এজন্য জম্ম নিবন্ধন করণীয় কি তা গুরুত্ব সহকারে গ্রামের কার্বারীদের মাধ্যেমে জনগণকে সচেতন করার জন্য অনুরোধ করা হয়। হ