জুরাছড়ির প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে শিশু খাদ্য বিতরণ

357

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার ২শত জন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্যর মধ্যে রয়েছে,গুঁড়ো দুধ,লেক্সাস বিস্কুট,হরলিক্স, মিল্ক মেরী বিস্কুট। এসব উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা,ইউআরসি মোরশেদুল আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মহোদয়ের সু পরামর্শে বিভিন্ন বিদ্যালয়ের গরীব ছাত্রছাত্রীদের মাঝে এসব শিশু খাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এবং ভবিষ্যতে ও এসব কার্যক্রম সহ বিভিন্ন বিদ্যালয়ে গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হবে বলে তিনি জানান।