রাঙামাটির ইমাম মুয়াজ্জিনদের মাঝে জেলা প্রশাসনের ইফতার সামগ্রী বিতরণ

331

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদরের ১৫০জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ইফতার সামগ্রী (ছোলা, খেজুর, লবন, আলু, তেল, চিনি, পেঁয়াজ) ও ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে কালেক্টরেট জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন। এসময় অন্যান্যের মধ্যে জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলার সভাপতি ক্বারী ওসমান গণি, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসম, ইফার ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া, সহ সকল ইমাম-মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- ইফার মাস্টার ট্রেইনার মো. বখতেয়ার হোসেন। এসময় মো. মামুন ইমামদের উদ্দেশ্যে বলেন- করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে কিন্তু ভাইরাসটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই প্রতি জুম্মার খুতবায় করোনা ভাইরাস ও রমজান এবং তারাবীর নামাজ সম্পর্কে আলোচনা রাখার আহ্বান জানান তিনি। পরে দেশ ও জাতীর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।