জুরাছড়ির ৩ ইউনিয়নে মাস্ক সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ

408

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
চলমান কোভিড ১৯ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ পরিশন্ন স্কীম হিসেবে জনসাধরণের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় এসব সামগ্রী এলজিএসপি কর্তৃক সরবরাহ করা হয়।

এসব সামগ্রী বিতরণ কালে প্রত্যেক ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় ডিএফ নিকন চাকমা। নিকন চাকমা বলেন, বর্তমানে এলজিএসপি প্রকল্প গুলো তৃনমূল থেকে পরিকল্পনা গ্রহণ করে ইউনিয়ন পরিষদ সমন্বয় সভায় সম্মতিক্রমে গৃহীত হয়ে বাস্তবায়ন করা হয়।

যাহাতে এসব প্রকল্পের টাকা দিয়ে ওয়ার্ড পর্যায়ে সুস্থভাবে কাজ সম্পাদন করা হয় সেজন্য সকল জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব দিয়ে জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,আগামীতে এসব প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব সহকারে দেখার জন্য সবিনয়ে অনুরোধ জানান।

এতে ১নং জুরাছড়ি ইউপি ৯৪জন,৩নং মৈদং ইউপি ১২০জন,৪ নং দুমদুম্যা ইউনিয়নে ১৮০ জনের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও দুমদুম্যা ইউনিয়ন পরিষদ ১,২,৩ নং ওয়ার্ড কর্তৃক ৮ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে থাকেন।