॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় জুরাছড়ি উপজেলায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। রোববার জুরাছড়ি উপজেলায় লুলাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সামিরামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুদের এমন উৎসবের চিত্র দেখা যায়।
সকাল ১০টায় লুলাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান রঞ্জন কার্বারী। এসময় উপস্থিত ছিলেন বিনয় কৃষ্ণ চাকমা।
অপরদিকে পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই তুলে দেন জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা। এসময় উপস্থিত ছিলেন ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার কৌশিক চাকমা, রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম সহ অত্র বিদ্যালয়ে শিক্ষক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।