॥ স্টাফ রিপোর্টার ॥
জুলাই গণ অভ্যুত্থান ঘিরে শিক্ষার্থী জনতার আন্দোলনের সময় ফ্যসিবাদের অত্যাচারে মারাত্মকভাবে আহত লংগদু উপজেলার চার শিক্ষার্থীকে তাদের বাড়িতে গিয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ।
শনিবার সকালে জেলাপ্রশাসক তার সফর সঙ্গীদের নিয়ে লংগদু উপজেলার দুর্গম ঝর্ণাটিলায় পৌঁছুলে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ তাদের স্বাগত জানান। এ সময় জেলাপ্রশাসক পেটে গুলি খাওয়া শিক্ষার্থী ইমন ও তার পরিবারের খোঁজ খবর নেন এবং বর্তমান সরকার আহতদের পাশে ছায়া হয়ে থাকবেন বলে আশ্বস্ত করেন। তিনি সরকারি সহায়তা হিসেবে ইমনের হাতে নগদ ৮০ হাজার টাকা তুলে দেন।
পরবর্তীতে ভিন্ন একটি অনুষ্ঠানে জেলাপ্রশাসক এই উপজেলার আহত চোখে আঘাত পাওয়া শিক্ষার্থী আমানুল্লাহকে নগদ ৫০ হাজার টাকা, কামরুল ইসলাম কাদেরকে ৩০ হাজার টাকা ও ওসমান হারুনকে নগদ ২০ হাজার টাকার অনুদান হস্তান্তর করেন। এরা সকলেই চট্টগ্রাম শহরে আন্দোলনে অংশ গ্রহণ করে।
জেলাপ্রশাসকরে সাথে এ সময় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মহিদুল হক পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ, জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদসহ বিএনপি জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।