ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে দুই নেতার শোক

607

॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
চেয়ারম্যান রোমান গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সফল প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মহোদয়ের মৃত্যুসংবাদ পেয়ে আমি খুবই আশাহত হয়েছি। আমি মহান রাব্বুল আল-আমীনের নিকট তার আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনাচ্ছি।

এদিকে শোক প্রকাশ করেছেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন। জামাল পৃথক এক শোকবার্তায় বলেন, ধর্ম মন্ত্রনালয়ের সফল প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মহোদয় গতরাত ১১:৪৫ মিনিটে ঢাকা সিএমএইচে মৃত্যুবরণ করেছেন জানতে পেরে আমি খুবই আশাহত হয়েছি। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনাচ্ছি।