নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে শ্যামাপূজা উদযাপন

347

॥ স্টাফ রিপোর্টার ॥
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হচ্ছে কালীপূজা এই উৎসবটি শ্যামাপূজা নামেও পরিচিত। সনাতন সম্প্রদায় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালীপূজা বা শ্যামাপূজা উদযাপন করে থাকে। করোনা ভাইরাস মহামারী দুর্যোগের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে এবার এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে সুষ্ঠ সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আয়োজনে রাঙামাটিতেও হিন্দু সম্প্রদায় কালীপূজা উদযাপন করেছে।

শনিবার সন্ধ্যার পর পরই ঢাক আর ঢোলের তালে মুখরিত হয়েছে শহরের কালী মন্দির গুলো তার সাথে গানের অনুষ্ঠান, আতশবাজি প্রদর্শন, আলোচনা সভা, আরতি, প্রসাদ বিতরণসহ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন বা দীপাবলীর মধ্য দিয়ে আলোকিত হয়েছে মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের ঘরের আঙ্গিনা।

সনাতন ধর্মালম্বী একজন জানিয়েছেন, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। মূলত কালী মাকে সন্তুষ্ট করতে আমরা এ পূজা করে থাকি। কালীপূজার দিন সন্ধ্যায় আমরা বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করি একে বলা হয় দীপাবলী।