নানিয়ারচরে জামায়াতে ইসলামী’র কার্যালয় উদ্বোধন

34

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী নানিয়ারচর উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উপজেলার ইসলামপুর এলাকায় শুরু করা এই কার্যালয় শুক্রবার সকালে রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম ফিতা কেটে উদ্বোধন করেন।
পরে অফিস উদ্বোধন ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান মেহমান ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহমেদ।
উপজেলা জামায়াতের আমীর জুলফিকার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা জামায়াতের সেক্রেটারী মনছুরুল হক, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি বেলাল হোসেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলাআমীর আব্দুল আলীম বলেন, নানিয়ারচরে জামায়াতে ইসলামীর বিশাল জনশক্তি থাকার পরও ফ্যাসিবাদের অত্যাচারে আমরা কার্যালয় চালাতে পারিনি। তিনি নেতা কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতের পতাকাতলে সকল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এখন আমাদের নিরলসভাবে কাজ করতে হবে।