॥ মাহাদী বিন সুলতান ॥
“সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নানিয়ারচর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান (তিন্নী)। এসময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, নানিয়ারচর থানার ওসি (তদন্ত) মাসুদ খান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অংলাপ্রু মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগনের প্রয়োজনীয় তথ্যের জন্য প্রতিটা অফিসে তথ্য প্রদানকারী কর্মকর্তা রয়েছে। কেউ যাতে তথ্য সেবা না পেয়ে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।