॥ মাহাদি বিন সুলতান ॥
নানিয়ারচর উপজেলায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে ২জনকে আটক করেছে নানিয়ারচর থানা পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দুপুর ৩টায় অভিযোগের ভিত্তিতে লঞ্চঘাট এলাকা থেকে নিউ আর রহমান বেকারি’র সেলসম্যান মোহাম্মদ নিরব (২৪) ও মেয়াদবিহীন পণ্য পরিবহণকারী সিএনজি চালক মোঃ বদিউল আলম (৩৫) কে আটক করেছে নানিয়ারচর থানা পুলিশ।
এসময় পণ্য পরিবহণকারী (চট্টগ্রাম থ-১২৯২৮৬) সিএনজি আটক করেছে নানিয়ারচর থানার এএসআই আলমগীর এর নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, রানিরহাট থেকে এসে নিউ আর রহমান বেকারি’র সেলসম্যান আল-আমিন নানিয়ারচরে ঘিলাছড়ি, বগাছড়ি, ইসলামপুর ও নানিয়ারচর বাজারে বেকারির পণ্য বিক্রি করে। আজ আল আমিন অসুস্থ থাকায় মোঃ নিরব সেলসে আসে। ইসলামপুর এলাকায় বিক্রির সময়ে সেলস ম্যামো না দেওয়া ও মেয়াদ উত্তির্ণ পণ্য দেখে স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেয়। পরে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদেরকে এই পণ্য বিক্রি না করার থানা থেকে শর্তে ছেড়ে দেওয়া হয়।
পরে বিক্রেতা এলাকা ছেড়ে না গিয়ে ডাকবাংলা এলাকা এবং নানিয়ারচর সদর এলাকায় মেয়াদ উত্তীর্ণ এসব পণ্য বিক্রয় করতে থাকে। এদিকে স্থানীয়দের মাঝে ঘটনা জানাজানি হওয়ায় নানিয়ারচরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
এবিষয়ে জানতে চাইলে নিউ আর রহমান বেকারির মালিক তোফাজ্জল হোসেন মুঠোফোনে প্রতিবেদককে জানান, তাঁরা প্রতিদিন মেয়াদযুক্ত পণ্য বিক্রি করেন। হাতেনাতে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তাদের মেয়াদ বসানোর যন্ত্রটি নষ্ট বলে বিষয়টি এড়িয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক দোকানদার জানান, দূর্গম পাহাড়ি এলাকা হওয়ায় দরুণ আমরা নিয়মিত বেকারী পণ্য ক্রয় করতে পারিনা। এই সুযোগটি কাজে লাগিয়ে জেলার বাইরে থেকে একটি চক্র দীর্ঘদিন যাবৎ নামে বেনামে ভেজাল ও মেয়াদ উত্তির্ণ বেকারী পণ্য বিক্রি করে যাচ্ছে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এবিষয়ে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন জানান, বিক্রেতা ২ জন এই এলাকার নয় এবং সিএনজিটি ভাড়ায় চালিত হওয়ায় আটককৃত ২জন থেকে মেয়াদ উত্তির্ণ পণ্য বিক্রি না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।