॥ গোলাম মোস্তফা ॥
নানিয়ারচরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে ২দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা উপজেলা পরিষদ মাঠে উন্নয়ন মেলায় ২৫টি অফিসের স্টল পরিদর্শন করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।