নানিয়ারচরে ২৩ লিটার মদসহ আটক দুই

409

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
নানিয়ারচর উপজেলাধীন ৪নং ইউনিয়ন ঘিলাছড়ি বাজার থেকে ২৩ লিটার মদসহ ২জনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আনসার ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২জন পাহাড়ি মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলো উপজেলার বেতছড়ি পুরানপাড়া এলাকার মেনুকা চাকমা (৫০) ও একই উপজেলার মাইসছড়িপাড়ার শোভাপূর্ণ চাকমা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাপ্তাহিক হাটে গোপনে বিক্রি করার সময় মদসহ তাদের ২জনকে হাতেনাতে আটক করে যৌথবাহিনী।

আটককৃতদের দুপুর ১২টায় নানিয়ারচর থানার এসআই মোঃ রাজু আহম্মেদের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।