পার্বত্য চট্টগ্রামকে পর্যটনের মডেল জোনে পরিণত করার মহাপরিকল্প গ্রহণ করা হচ্ছে : সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা

512

p.1

 

স্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে পর্যটনের জন্য মডেল পর্যটন জোনে পরিণত করার জন্য মহাপরিকল্প গ্রহণ করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পাহাড়ের পর্যটন ক্ষেত্রে নতুন দিগন্ত ইন্মোচিত হবে। তবে পর্যটন বিকাশের ক্ষেত্রে অবশ্যই পাহাড়ের কৃষ্টি সংস্কৃতি ভৌগলিক অবস্থান জীব বৈচিত্র এবং নিজস্বতার বিষয়টি মাথা রাখা হবে।

শনিবার রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘পার্বত্য চট্টগ্রামের পর্যটন সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক মত বিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, অপার সম্ভাবনাময় এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্য্যের দিকে পর্যটকদের আকৃষ্ট করতে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে নানামুখি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আর তা খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।

সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সামসু জামান, রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক মো. মোস্তফা জামান, জেলা  পুলিশ সুপার মো. সাঈদ তরিকুল হাসান।

সচিব বলেন, পার্বত্যাঞ্চলের পর্যটন সেক্টরকে মাস্টার প্লানে মধ্যেমে উন্নয়ন করা হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মধ্যেমে পর্যটন উন্নয়নে যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে। কিভাবে এসব সমস্যা উত্তোরন করা যায় তার উপার  ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গবেষণা চলছে বলেও তিনি জানান ।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান