॥ স্টাফ রিপোর্টার ॥
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও দোয়া মাহফিল করেছে স্বর্ণটিলায় মুসল্লিরা মানববন্ধন ও দোয়া মাহফিল করেছে। শুক্রবার (২১ মে) জুম্মার নামাজের পর একালাকার যুব সমাজের আয়োজনে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্তিত ছিলেন স্বর্ণটিলা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. টিটু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন নুরুল আবসার, তামিম, সৈয়দ জহির উদ্দীন সজীব, আরিফুল ইসলাম মানিক, দিদার, টিপু, শাহালম, রাকিব, ইব্রাহিম, জালালসহ আরো অনেকে।
মানববন্ধনের পর ইজরাইলের হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।