বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ২দিনের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

791

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার প্রধান পৃষ্টপোষক হাজী মোঃ মুছা মাতব্বর বলেছেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা বিএনপি-জামাতের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ গৌরবের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং তা অব্যাহত রয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা যে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।

সোমবার (১৫ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখা আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, রাঙ্গামাটি জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম, কেন্দ্রীয় যুবলীগের প্রাক্তণ সহ-সম্পাদক মুজিবুর রহমান দীপু, রাঙ্গামাটি জেলা আওয়ামী-যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবু তৈয়ব, মোঃ ফজলুল করিম, যুগ্ম সম্পাদক সুজন বড়–য়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল করিম, রাঙ্গামাটি সদর থানা যুবলীগের সভাপতি মোঃ আবু মুছা, সাধারন সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, রাঙ্গামাটি শহর যুবলীগের সভাপতি মোঃ আবুল খায়ের রাফি, রাঙ্গামাটি মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক শারমিন সোমা প্রমূখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় দিন শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের আগামী ১৭ মার্চ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বিকাল ৫টায় পুরস্কার বিতরণ করা হবে ।
১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে রাঙ্গামাটি প্রেস ক্লাব হতে জেলা আওয়ামীলীগ কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী, দলীয় কার্যালয়ে আলোচনাসভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বৃক্ষ রোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপি।