স্টাফ রিপোর্ট- ২ আগস্ট২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এর সাথে ১ আগস্ট ২০১৭, মঙ্গলবার বঙ্গভবনে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর এক প্রতিনিধিদল সাবেক মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান নুরুদ্দীন খানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় দারিদ্র বিমোচনে বিকল্প মডেল হিসেবে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধিদলে সংগঠনের চেয়ারম্যান নিয়াজ রহিম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান, সাবেক সচিব ও সংগঠনের উপদেষ্টা আরাস্তু খান, একে খান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও সংগঠনের উপদেষ্টা সালাউদ্দিন কাশেম খান, সাবেক সচিব ও সংগঠনের ট্রেজারার ড. মোহাম্মদ আবদুল মজিদ, আইবিসিএফ-এর ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা একেএম নূরুল ফজল বুলবুল এবং সংগঠনের সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।