বাংলাদেশ মহিলা পরিষদের বাজেট পরবর্তী আলোচনাসভা

668

স্টাফরিপোর্ট- ১ জুলাই ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি):  বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আজ ১ জুলাই, ২০১৮ রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে “২০১৮-১৯ অর্থ বছরের জাতীয় বাজেটে জেন্ডার সংবেদনশীলতা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক  ড. বিদিশা হক, সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রটেকশন বিভাগের পরিচালক লায়লা খন্দকার এবং দৈনিক ফিনানসিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপনডেন্ট মুনিমা সুলতানা। মহিলা পরিষদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরি। সভায় আরো বক্তব্য রাখেন ইউএন উইমেনের মো.আতাউর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের বনশ্রী নিয়োগী, অ্যাকশন এইডের নুরুন নাহার।

সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাহার আহমদ, ল²ী চক্রবর্তী, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, স্বাস্থ্য সম্পাদক নূরূল ওয়ারা বেগম, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ সহ সংগঠনের অন্যান্য সম্পাদক নেত্রী ও সংগঠকবৃন্দ।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান