॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নয় কিলো এলাকায় প্রাণ কোম্পানীর মালবাহী ভ্যানে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ কোম্পানীর দায়িত্বশীল সূত্র জানায়, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীর্ঘদিন ধরে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলো। তারই ধারাবাহিকতায় শনিবার বাঘাইছড়িতে মাল নামিয়ে সন্ধ্যায় ফেরার পথে ওই উপজেলার নয় কিলো এলাকায় পাহাড়ের চূড়া থেকে সন্ত্রাসীরা কোম্পানীর চারটি মালবাহী ভ্যানকে লক্ষ করে গুলি ছুড়ে থামানোর নির্দেশ দিতে থাকে।
কিন্তু প্রাণের গাড়িগুলো দ্রুত ঘটনাস্থল থেকে সরে ওই উপজেলার দুই টিলা আর্মি ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তী ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল ১০টিলা পুলিশ ফাঁড়িতে ভ্যানগুলো হস্তান্তর করে বলে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল সূত্র জানায়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, স্থানীয়দের মাধ্যমে জেনেছি, উপজেলা থেকে মালামাল নামিয়ে সন্ধ্যায় ফেরার পথে কোম্পানীর চারটি ভ্যানের উপর গুলি ছুড়ে দুর্বৃত্তরা। তবে কারা এ গুলি ছুড়েছে এ ব্যাপারে এখনো জানা যায়নি।