বান্দরবানে বিষপানে বৌদ্ধ ভিক্ষুর আত্মহত্যা

355

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে বিষপানে ইয়ানা পারা ভান্তে (৪০) নামে এক বৌদ্ধ ভিক্ষু আত্মহত্যা করেছে। থানচি উপজেলার বড় মদকে বিষ পানের পর অবস্থার অবনতি হলে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তিনি মারা যান। ওই বৌদ্ধ ভিক্ষু বান্দরবানের বড় মদক এলাকার বাচিং অং পাড়া বৌদ্ধ মন্দিরে গত দু’বছর থেকে অবস্থান করছিলেন।

তার বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়। তবে কি কারণে বিষ পান করে ওই বৌদ্ধ ভিক্ষু আত্মহত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত কেউ জানাতে পারেনি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানিয়েছেন, বিষপানে বৌদ্ধ ভিক্ষু ইয়ানা পারার লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। আত্মহত্যার ঘটনায় বিহার কর্তৃপক্ষ একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।