বান্দরবান জেলা কারাগারে দানের শীতবস্ত্র বিতরণ

338

Bandarban jail

বান্দরবান প্রতিনিধি, ৪ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : বান্দরবান জেলা কারাগারের আসামীদের জন্য অনুদানের টিভি ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন, দানশীল ব্যক্তিরা মৃত্যুর পরও সমাজের জনগণের কাছে চিরদিন বেঁচে থাকে; তাদের কোন ক্ষয় নেই।

সোমবার সকালে বান্দরবান জেলা কারাগারের সামনে অনুষ্ঠিত কারাগারের গরীব অসহায় আসামীদের জন্য একটি টিভি, লুঙ্গি ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক সাদিয়া আফরিন কচি, জেলার রফিকুল কাদের খোকন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি সুধাংসু বিমল চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশের ন্যায় অন্যান্য বিত্তবান ব্যক্তিদেরও এধরনের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, কাজল কান্তি দাশ তার নিজস্ব ইটভাটা থেকে প্রচুর পরিমান ইটের আদলা প্রদান করার কারনে পৌর এলাকার গুরুত্ব পুর্ণ রাস্থা সমুহের মেরামত করতে সক্ষম হওয়ায় ২৯শে সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখ পৌর মেয়র কাজল কান্তিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান