বান্দরবান ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

214

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবান লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পৌরসভার ৯ নং ওর্য়াড যৌথ খামার এলাকায় লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতির প্রধান কার্যালয়ে সমিতির নিজস্ব ভবনের শেয়ার উম্মুক্ত করন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতি সভাপতি অমল কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ট্রাক মিনি ট্রাক শ্রমিক ইনিয়নের সভাপতি হাজী মো: মুছা কোম্পানী।
সমিতির সাধরণ সম্পাদক শফিকুল আলম (বাবুল) এর সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক আবু নাসের, সদস্য বিমল কান্তি দাশসহ লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতির সদস্যরা।

এসময় আলোচনা সভায় সমিতির সভাপতি অমল কান্তি দাশ জানান, আমরা লোকাল ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতির সদস্যদের সমিতির নিজস্ব ভবনের শেয়ার উম্মুক্ত বিষয়ে একটি নোটিশ জারি করে গত ০৮ আগস্ট ২০২২ তারিখে শেয়ায় ক্রয়ের কথা জাননোর পর অনেকেই এই শেয়ার ক্রয় করতে না পারার কারণে। সবার আবেদনের পেক্ষিতে আজকে সমিতির এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ সমিতির নিজস্ব ভূমি ক্রয়ের চিন্তা থেকে ২০১৭ সালে সমিতির কার্যকরী পরিষদের অর্থায়নে নিজস্ব ভূমি ক্রয় করতে সক্ষম হয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি প্রকল্পর গ্রহণ করে সমিতির নিজস্ব ভবনের কাজ শুরু হয়। যা নির্মাণ কমিটির মাধ্যমে ৪৮ লাখ ২১ হাজার ৮৮৩ টাকা এ পর্যন্ত ২৬৬ জন শেয়ার ক্রয় করেছেন। তাদের কাজ থেকে ১ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকা এবং মোট খরচ ১ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার ৮৮৩ টাকা এবং যারা এখন সমিতির শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেছেন তাদের ১৮৩ জনের কাজ থেকে ৫০ হাজার টাকা করে ৯১ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করার পর ভবেেনর নির্মাণ কাজ শুরু করা হবে। এসময় তিনি আরো বলেন, কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যারা নতুন করে শেয়ার ক্রয় করতে আগ্রহীতাদের আগামী ১৫ আক্টোবর ২০২২ তারিখের মধ্যে ২য় কিস্তি করে টাকা জমা দিতে হবে। যার মধ্যে প্রথম কিস্তি ২৫ হাজার টাকা ৩০ সেপ্টেম্বর ২২ এবং ২য় কিস্তি ২৫ হাজার টাকা সর্বশেষ তারিখ আগামী ১৫ অক্টোবর ২২ তারিখের মধ্যে পরিশোধ করার অনুরোধ জানান তিনি। যারা এই সুযোগ গ্রহণ করবেন না। তাদের আগামী ১৬ অক্টোবর ২২ তারিখ সমিতি বরাবরে না দাবী পত্র দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।