বিলাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

314

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

সোমবার (১৬ মে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুধর্ব-১৭) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শাহীদুল হক, বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান সুনিল কান্তি ও রামাচরন (রাসেল) মারমা সহ ওয়ার্ড সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক সুদর্শন বড়ুয়া।

উদ্বোধনী ম্যাচে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ বালক একাদশ ২-১ গোলে ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে। এছাড়া বিকালে দ্বিতীয় ম্যাচে ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে।