মনোঘর স্কুলে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প

316

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার, ৩১ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : মোনঘর প্রি-ক্যাডেট স্কুল এর সার্বিক ব্যবস্থাপনায় দি ক্যাপিটাল চক্ষু হাসপাতাল লি: ঢাকা ও রাঙামাটি তরুণ সামাজিক সংগঠন ‘আলোর ফুল’ এর উদ্যোগে বৃহস্পতিবার মোনঘর প্রি-ক্যাডেট স্কুলের প্রাঙ্গনে দিনব্যাপী এক চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা। বিশেষ অতিথি ছিলেন মোনঘর প্রি-ক্যাডেট স্কুল পরিচালনার কমিটির সদস্য ও ভাবনা কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভেন.গুন লংকার মহাথের (গুন ভান্তে)। মোনঘর প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সোনাধন চাকমার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আলোর ফুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শহীদুল ইসলাম ভূট্টো।

চক্ষু সেবা কেন্দ্রে রাঙামাটি পৌরসভার ৬ নং ্ওয়ার্ডের শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান