মাঝেরবস্তিতে জমকালো আয়োজনে স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

484

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা শহরের মাঝেরবস্তিতে জমকালো আয়োজনের মধ্যেদিয়ে স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোহাম্মদ কামাল উদ্দীন, জেলা পরিষদ সদস্য বিপুল কুমার ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুন বিকাশ দেওয়ান, সাধারণ সম্পাদক শফিউল আজম, বিশিষ্ট সমাজসেবক মো. হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নিরুপম ত্রিপুরা কালা’র সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব অজিত শীল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন- ক্রীড়াঙ্গণের উন্নয়নে জেলা পরিষদ বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। শিগ্রই ক্রিড়া সংশ্লিষ্টদের নিয়ে আমি মতবিনিময় করবো। তিনি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের ও প্রতিশ্রুতি দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর টুর্ণামেন্টের প্রথম খেলায় চন্দ্রঘোনা ফুটবল একাডেমি ও কিল্লামুড়া একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৬নং জার্সিধারী স্বপনের গোলে এগিয়ে যায় চন্দ্রঘোনা ফুটবল একাডেমি। খেলার শেষ মুহুর্তে আত্মঘাতী গোলে সমতায় ফেরে কিল্লামুড়া একাদশ। পরে ১-১ গোলে খেলাটি ড্র হয় ।

চন্দ্রঘোনা ফুটবল একাডেমির ৯নং জার্সিধারী লিটন সেরা খেলোয়ার নির্বাচিত হন। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে আগামী ৫ই মার্চ প্রথম রাউন্ডের খেলা শেষ হবে।