মাটিরাঙ্গায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

617

kagrachori-bas-pic-1

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাইল্যাছড়ি পৌর সভা চেক পোষ্টের সামনে শান্তি গাড়ীর চাপায় ইসমাইল হোসন (৩২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার রাত ১০টায় এ দূর্ঘটনা ঘটে। সে মাটিরাঙ্গার চৌধুরীর পাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারিশ্যা থেকে ছেড়ে ঢাকাগামী শান্তি পরিবহন (ঢাকামেট্টো ব ১৪-০৮৯০) বাইল্যাছড়ির পৌর সভা চেক পোষ্টের সামনে আসলে দোকানে অবস্থান করা ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ইসমাইল হোসন মাটিরাঙ্গার দিকে যাওয়ার পথে শান্তি গাড়ীর তার মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা শান্তি পরিবহনটি আটক করে পুলিশকে হস্তান্তর করে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শাহাদাত হোসেন টিটো বলেন, রাতে শান্তি পরিবহনের চাপায় ইসমাইল নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাসটিকে আটক করে। এ নিয়ে একটি মামলা করা হবে বলে তিনি জানান।