রাঙামাটিতে আঁখ চাষ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

647

zilla-porisad
॥ মোঃ হান্নান ॥

সোমবার রাঙামাটিতে আখ ও আখের সাথীফসল প্রক্রিয়াজাতকরণ এবং মূল্য সংযোজনের জন্য স্থানীয় পর্যায়ে উদোক্তা সৃজন শীর্ষক ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপি এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি পার্বত্যাঞ্চল ডিএই অতিরিক্ত পরিচালক এ.কে.এম.হারুন অর রশীদ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ডিএই এর উপ- পরিচালক রমনী কান্তি চাকমা ও তরুন কান্তি ভট্টাচার্য, কৃষি তথ্য সার্ভিস রাঙ্গামাটি অঞ্চল এর আঞ্চলিক কৃষি তথ্য অফিসার প্রসেনজিৎ মিস্ত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুই জেলার কৃষি বিভাগের উপজেলা কৃষি অফিসারগণ, উপ-সহকারী কৃষি অফিসারগণ ও এনজিও প্রতিনিধি, কৃষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মশালাটি বাস্তবায়ন করেন বিএসআরআই ও কেজিএফ।

কর্মশালায় প্রধান অতিথি বৃষ কেতু চাকমা বলেন, বর্তমানে পার্বত্য অঞ্চলে অনেক কৃষক আখ চাষের দিকে ঝুকছে, কারণ তারা আখ চাষের সঙ্গে সাথী ফসল চাষ করে আগের চেয়ে অনেক বেশী লাভবান হচ্ছে। অনেক তামাক চাষি তামাকের পরিবর্তে আখ চাষ করছে।

আখ চাষ পার্বত্য অঞ্চলে সম্ভাবনা বয়ে আনবে। আখ চাষ বৃদ্ধি করার লক্ষে জেলা পরিষদ সর্বাত্মক সহযোগীতা প্রদান করবে।
দিনব্যাপী এ কর্মমালায় ৫০জন অংশগ্রহণকারী অংশ নেয়।